• প্রধান প্রতিবেদন
  • বিশ্লেষণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • এক্সক্লুসিভ
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা বানিজ্য
    • ট্রাভেল
  • খেলার মাঠে
  • শোবিজ
  • টেক
  • শিক্ষা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • গণমাধ্যম
  • স্বাস্থ্য
  • আদালত
    • অপরাধ
সংবাদ শিরোনাম :
«» কুতুবদিয়া বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবু জাফর সিদ্দিকী-TCN 24 «» কুতুবদিয়ায় মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু-TCN 24 «» কুতুবদিয়ায় আ’লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত-TCN 24 «» শামসুল আলমের কবর জেয়ারত করলেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর «» কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম ও অবহেলায় চলছে চিকিৎসা সেবা-TCN 24 «» কুতুবদিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত-TCN 24 «» ধুরুং ইউনাইটেড ক্লাবের টুর্নামেন্টে বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাবের জয়-TCN 24 «» কুতুবদিয়ায় উপ নির্বাচনে বিজয়ী হলেন হামিদা ও হোছাইন-TCN 24 «» কুতুবদিয়ায় কোরআন প্রতিযোগিতায় আল জাবেরিয়া হেফজ খানার সর্বোচ্চ রেকর্ড-TCN 24 «» কুতুবদিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত-TCN 24 «» কুতুবদিয়াতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭২তম এজেন্ট ব্যাংকিং (আউটলেট) উদ্বোধন «» কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়-TCN 24

আমি থেমে যাবো না: সিদ্দিকুর রহমান

প্রকাশিতঃ 12:37 am | October 05, 2017

‘অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি। আমাকে আরও অনেক দূর যেতে হবে। এটুকু বলতে পারি, আমি যেন পুরোপুরি নিজের পায়ে দাঁড়াতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করবো। আমাকে থামানো যাবে না। আমি থেমে যাবো না।’ বাংলা ট্রিবিউনকে এ কথাগুলো বলেছেন পুলিশের কাঁদানে গ্যাসের আঘাতে দু’চোখ হারানো  কলেজছাত্র সিদ্দিকুর রহমান।

সোমবার (২ অক্টোবর) এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে চাকরিতে যোগ দেন তিনি।

চাকরিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়া জানিয়ে সিদ্দিকুর বলেন, ‘চাকরিটা পেয়ে নতুন জীবনে প্রবেশ করলাম। আমার সঙ্গে শুরু থেকে যেভাবে দেশবাসী ছিল, তাদের সারাজীবন সেভাবে আমার পাশে চাই। একইসঙ্গে কৃতজ্ঞতা জানাই সরকার ও গণমাধ্যমকে।  সবার সহযোগিতা না থাকলে এই চাকরি তো পেতাম না। তাই সবার কাছে দোয়া চাই।’

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সিদ্দিকুরের হাতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। নিয়োগপত্র অনুযায়ী, তাকে এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে টেলিফোন অপারেটর পদে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এসময় তার বেতন ধরা হয়েছে ১৩ হাজার টাকা। এছাড়া আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন তিনি। একবছর পর চাকরি স্থায়ী হলে তার বেতন হবে ২৩ হাজার টাকা।

প্রসঙ্গত, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে গুরুতর আহত হন তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। আহতাবস্থায় তাকে প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। কিন্তু চোখের আলো পাননি সিদ্দিকুর।

সিদ্দিকুর রহমান সোমবার ১১ টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করেন। তারপর বিকালে ফিরে যান খিলক্ষেতের বাসায়। প্রথমদিন অফিস করার অভিজ্ঞতার কথা মোবাইল ফোনে বলেন তিনি বাংলাট্রিবিউনের সঙ্গে। সিদ্দিকুর বলেন, ‘যোগদানের সব প্রক্রিয়া শেষ হতে ১১টা বেজে যায়। তারপর আমাকে পৃথক একটি কক্ষে বসানো হয়। তবে আমার সঙ্গে আরও দু’জন সহকর্মী রয়েছেন।তারা থাকাতে আমার খুব সুবিধা হলো।’

প্রথমদিন কী কাজ করলেন জানতে চাইলে সিদ্দিকুর বলেন, ‘আজতো প্রথমদিন, খুব একটা কাজ করতে হয়নি। তারপরও দুই-তিনটা ফোন ধরেছি, কাজ করেছি। এটুকু বলে সিদ্দিকুর হাসতে থাকেন। তার হাসিতে খুশির মাত্রা বোঝা যাচ্ছিল ফোনের এপ্রান্ত থেকেও।

প্রথমদিনে কাজ করতে অসুবিধা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘সহকর্মীরা খুবই হেল্পফুল।এমনকি এমডি স্যারও খুব আন্তরিক। কয়েকবার আমার কক্ষে এসে খোঁজ নিয়েছেন। আর আমার বড় ভাই নওয়াব আলী আজ সঙ্গেই ছিলেন। তাই খুব একটা সমস্যা হয়নি। তবে নিজের ওপর আমার আত্মবিশ্বাস রয়েছে, আমি পারবো। আজ এ পর্যন্ত এসেছি। আমাকে থামানো যাবে না। আমি সব ধরনের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছি। আমি থেমে যাবো না।’

সিদ্দিকুর বলেন, ‘যেকোনও পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছি। দুঃখের যেকোনও মুহূর্ত থেকে সুখ খুঁজে নিতে চেষ্টা করি। আনন্দ নিতে চেষ্টা করি। তবে এখন খিলক্ষেতের বাসা থেকে অফিস দূরে হওয়াতে যাতায়াতে সমস্যা হবে। তাই অফিসের কাছাকাছি বাসা পেলে যাতায়াতে সুবিধা হতো। আর মাকেও এনে কাছে রাখতে পারতাম। মা-ও গ্রামের বাড়িতে আমাকে ছাড়া থাকতে পারছেন না। ফোন করে প্রতিদিনই কান্নাকাটি করেন। মাকে ছেড়ে থাকতে আমারও কষ্ট হচ্ছে। বাসা পেলে মাকে নিয়ে আসবো। তখন আর কোনও সমস্যা থাকবে না।’

চাকরিতে যোগদানের আগের রাতে (রবিবার) কেমন লেগেছিল জানতে চাইলে সিদ্দিকুর বলেন, ‘সবার হাসি শুনতে পাচ্ছিলাম, সবাই খুব খুশি ছিল। সবার হাসি আমাকে খুশি এনে দেয়।’ নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন জানিয়ে সিদ্দিকুর বলেন, ‘আমি এখন তৃতীয় বর্ষে পড়ছি। ইচ্ছা আছে একজন ‘রাইটার’ নিয়ে সমাপনী পরীক্ষা দেবো। তারপর স্নাতকোত্তর শেষ করবো ব্রেইল পদ্ধতিতে।’ ব্রেইল শিখতে কম সময় লাগবে জানিয়ে তিনি বলেন, ‘আমারতো কিছুটা ধারণা রয়েছে বই-খাতা নিয়ে, তাই সময়ের আগেই ব্রেইল শিখে নেবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের প্রত্যেক চিকিৎসক এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিদ্দিকুর বলেন, ‘এই মানুষগুলো আমার পাশে না দাঁড়ালে এই চাকরিটাও আমি পেতাম না।’

সংবাদটি প্রিন্ট করুন

এই বিভাগের আরও খবর :

  • ত্রাণ বিতরণে এখনো থেমে নেই নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভানেত্রী ফাতিমা আনকিস (ডেইজি)-TCN 24ত্রাণ বিতরণে এখনো থেমে নেই নারী কল্যাণ সমিতির…
  • করোনা_আখ্যান ডাঃ শাহীন আবদুর রহমানকরোনা_আখ্যান ডাঃ শাহীন আবদুর রহমান
  • সিটিজি ক্রাইমের বিভাগীয় প্রধান হলেন আনিচুর রহমান হিরু-TCN 24সিটিজি ক্রাইমের বিভাগীয় প্রধান হলেন আনিচুর রহমান হিরু-TCN 24
  • জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহববুর রহমান মাবুর মা ইন্তেকাল-TCN 24জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মাহববুর রহমান…
  • মেয়র মুজিবুর রহমান সহ করোনা আক্রান্ত সকল রোগীদের জন্য দোয়া চেয়েছেন,,দ্যা কক্সনিউজ ২৪ ডটকম এর সম্পাদক সোহেল রানা।মেয়র মুজিবুর রহমান সহ করোনা আক্রান্ত সকল রোগীদের…
  • মেয়র মুজিবুর রহমান সহ করোনা আক্রান্ত সকল রোগীদের জন্য দোয়া চেয়েছেন,কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম।মেয়র মুজিবুর রহমান সহ করোনা আক্রান্ত সকল রোগীদের…

সর্বশেষ খবর

  • কুতুবদিয়া বাসিকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবু জাফর সিদ্দিকী-TCN 24
  • কুতুবদিয়ায় মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু-TCN 24
  • কুতুবদিয়ায় আ’লীগের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত-TCN 24
  • শামসুল আলমের কবর জেয়ারত করলেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর
  • কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম ও অবহেলায় চলছে চিকিৎসা সেবা-TCN 24
  • কুতুবদিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত-TCN 24
  • ধুরুং ইউনাইটেড ক্লাবের টুর্নামেন্টে বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাবের জয়-TCN 24
  • কুতুবদিয়ায় উপ নির্বাচনে বিজয়ী হলেন হামিদা ও হোছাইন-TCN 24
  • কুতুবদিয়ায় কোরআন প্রতিযোগিতায় আল জাবেরিয়া হেফজ খানার সর্বোচ্চ রেকর্ড-TCN 24
  • কুতুবদিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত-TCN 24
  • কুতুবদিয়াতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭২তম এজেন্ট ব্যাংকিং (আউটলেট) উদ্বোধন
  • কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা আদায়-TCN 24
  • কুতুবদিয়ায় উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ-TCN 24
  • আত্মসমর্পণ করেও পুনরায় ডাকাতি- কুতুবদিয়ায় ছালেহকে গ্রেফতার করেছে পুলিশ
  • কুতুবদিয়ায় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত


  • সম্পাদকঃ- মোহাম্মদ সোহেল রানা –
  • মোবাইলঃ- ০১৮৩৩৭১৯৮১৯
  • প্রকাশক :- মোহাম্মদ মিজানুর রহমান (কুতুবী)
  • মোবাইলঃ- ০১৮১১৫৩০৮৮২
  • Email:- mijanur837@gmail.com
  • অফিসঃ- বড়বাজার কক্সবাজার
  • Email:- thecoxnews24@gmail.com

কপিরাইট © The Cox News24-2020

Design & Developed By:

ঘোষনা :
    অনলাইন ভিত্তিক “The Cox News24” পত্রিকার জন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ সাহসী মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা হলো। যোগাযোগঃ mijanur837@gmail.com ই-মেইলে সিভি পাঠিয়ে 01811530882 ফোন করতে আহব্বান করা হলো।