• প্রধান প্রতিবেদন
  • বিশ্লেষণ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • এক্সক্লুসিভ
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা বানিজ্য
    • ট্রাভেল
  • খেলার মাঠে
  • শোবিজ
  • টেক
  • শিক্ষা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • গণমাধ্যম
  • স্বাস্থ্য
  • আদালত
    • অপরাধ
সংবাদ শিরোনাম :
«» বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় জেলা সেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল «» শহরে অনুমোদিত তিন হাজার টমটম ছাড়া বাকি টমটম চলতে দেওয়া যাবে না-জেলা আ’লীগের সভাপতি «» কুতুবদিয়া বড়ঘোপের নৌকার মাঝি হতে পারে ছাবের আহমেদ কোঃ «» সিইএইচআরডিএফ কর্তৃক নিরাপদ সড়কের জন্য মানববন্ধন «» কক্সবাজারে শ্রেষ্ট রিপোর্টার নির্বাচিত হওয়ায় জেলা আ’লীগের উপহার «» টেকনাফের হ্নীলা ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজান জনমত জরিপে এগিয়ে «» ঘোষিত তপশীল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ!১৮মার্চ,বাছাই ১৯ মার্চ,প্রত্যহার ২৪মার্চ,নির্বাচন ১১এপ্রিল «» কাউন্সিলর কাজী মােরশেদ মৃত্যুতে এমপি আশেকের শোক «» কাউন্সিলর কাজী মােরশেদ মৃত্যুতে জেলা আওয়ামিলীগের সভাপতির শোক «» জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামিলীগের সমথর্ককে নির্বাচিত করুন এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। «» একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে-জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি «» কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

কালো আকাশ, বৃষ্টি ও বিজলি

প্রকাশিতঃ 1:42 pm | October 05, 2017

রাত দু’টোর সময় অর্ধেক চাঁদ উঠেছে। চন্দ্রমাসের হিসাব আজকাল কেউ রাখে না। কী দরকার হিসাবের! সময় মতো সবকিছুই তো জানা যাচ্ছে, দিন আর সময়গুলোও পার হচ্ছে। বেশ কিছুকালই তো হয়ে গেলো নিশাচর প্রাণীর মতো জেগে থাকার অভ্যাস। মাঝেমধ্যে মনে হয় নাইট গার্ডের একটা চাকরি জুটলেই ভালো হতো। রাস্তা দিয়ে পায়চারী আর কিছুক্ষণ পর পর পি পি করে বাসি বাজানো।

নীলা অঘোরে ঘুমোচ্ছে, বেচারি কোনোমতে রাতের খাবারটা শেষ করে বিছানায় গা এলিয়ে দিতে পারলেই হয়। সাত বছরের সংসার জীবনে সাতাশ দিন সুখ দুঃখের গল্প হয়েছে কি না হিসাব করে বলতে হবে।

মারুফ জানালা দিয়ে চাঁদ টা দেখে। সুন্দর লাগছে। কয়েকটা মেহগনি গাছের উপর থেকে উঁকি দেয়া চাঁদ দেখে মনে হয় গাছের উপর লাইট জ্বালানো। আলোর তীব্রতা অতোটা প্রখর না হলেও চারদিকে চারটা চাঁদ উঠলে স্টেডিয়ামের ফ্লাড লাইটের মতো মনে হতো, যদিও সে সম্ভাবনা নেই আর চারটা চাঁদ উঠলেই বাড়ির পাশের ছোট্ট মেহগুনি বাগানে খেলা শুরু হয়ে যাবে না। মারুফের ইচ্ছে করে চাদের মিষ্টি আলোয় স্নান করতে। ছাদে গিয়ে দাঁড়াবে, আবছা আলো আঁধারি মিলিয়ে দেখা যাবে অনেক দূর। মনের কোনে দোলা দেয় আরাকানের আকাশটা দেখা যাবে কি! না, যাবে না হয়তো। সে অনেক দূর। আকাশটা বড় বিষন্ন। দিন-রাতের ঘর বাড়ি পোড়া ধোয়ার সাক্ষী। কোনোকালে কোনো বাতাস এতো মানুষের আহাজারি, মানুষ পোড়া গন্ধ বয়েছে কি না কে জানে!

মারুফ আস্তে করে মশারি উঁচু করে বের হয়। নীলা হাঁসফাঁস করে নড়ে ওঠে, কিছুক্ষণ পরপরই এমন করে। কেন করে কে জানে! সংখ্যাটা খাতায় লিখে রাখতে পারলে ভালো হতো। কতো কিছুই তো লিখে রাখতে ইচ্ছে করে, লেখা হয় না। কেন লিখবে! বুকের কথা গুলো না হয় বুকের ভেতর চাপাই থাক।

– এই যে স্যার অফিসে যেতে হবে না! নীলার ডাকে ঘুম ভাঙে।

আকাশের সূর্যটা বেশ কড়া আলো বিলাচ্ছে।রাতে চাঁদ তার স্নিগ্ধ আলোয় কখন যে মারুফকে ঘুম পাড়িয়ে দেয় মনে করতে পারে না।

-হ্যাঁ, যেতে হবে।

– ছাদে ঘুমানো খুব ভালো, তবে চিকুনগুনিয়া বা ডেঙ্গু যদি ধরে আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাবো। তোমারটা তুমি বুঝবে।

– হ্যাঁ নীলা, পৃথিবীতে আজকাল আপন বোঝা মানুষগুলো কিলবিল করছে।

– মানে!

– কিছু না।

মারুফ তড়িঘড়ি নিচে নামে। দশটা বেজে গেছে। দ্রুত রেডি হয়ে বাইরের দিকে পা বাড়ায়। নীলা পেছন থেকে বলে-খাবে না।

– না, সময় নেই। নীলার কী উত্তর সেটা যেমন শোনা হয় না, শুনতে ইচ্ছেও করে না। অফিস থেকে ফেরার পথে সন্ধ্যা গড়ায়। মাঝে মাঝে ফেরার পথে মহল্লার গনি মিয়ার ছোট্ট চায়ের দোকানটা তে গিয়ে বসে। আগে যেত নামকরা চা কফির দোকান গ্রিন ক্যাফেতে। যেদিন পেপারে উঠলো ওখানে টিস্যু পেপার দিয়ে দুধের সর বানানো হয় তারপর থেকে আর যায়নি। দোকানে ঢুকতে প্রথম চেয়াটাতেই বসে আছেন মহল্লার প্রবীণ মুরব্বি হারুন চাচা। পায়ের উপর পা দিয়ে বসে পনের মিনিটের বিরতিতে একবার চায়ের কাপে চুমুক দিচ্ছেন।

মনোযোগ টেলিভিশনের দিকে।

-চাচা কী খান!

-কেন চা খাই, লাল চা দেখা যাচ্ছে না?

– যাচ্ছে তো।

– তাইলে আবার কী জিগাও!

– মানে, চা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে কি না সেটা আসলে আমার জানা নেই!

– আরে মিয়া এখানে কি চা খাওয়া নাকি, চার টাকায় আটটা সিরিয়াল। পঞ্চাশ পয়সা তো নাই, থাকলেও পঞ্চাশ পয়সায় কিছু হয়?

– না, হয় না। চাচা।

-বলো।

-আজও আকাশসীমা লঙ্ঘন করেছে মিয়ানমার, অবশ্য বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

হারুন চাচা একটু ক্ষেপে ওঠেন।

-বয়স হয়েছে বলে তামাশা করো?

– তামাশা মানে! মারুফ অবাক হয়।

– হেরা মানুষেরে মারতাছে এইডা মানলাম, তাই বলে যা কইবে হেইডা মানমু, আমি কি পাগল?

– না, না আপনি পাগল হবেন কেন।

– তাইলে আকাশসীমা লঙ্ঘনের কথা কইলা ক্যা! আকাশের কোনো সীমা আছে?

– না নেই।

– ছোটকাল থেইক্যাই জানি আকাশের কোনো সীমা নেই, ধরলাম তোমার কথাই ঠিক, যদি সত্যিই মিয়ানমার আকাশসীমা লঙ্ঘন করে ফেরেশতারা কি বসে থাকবো!

– এ সীমা সে সীমা নয় চাচা।

– তয় কোন সীমা! নায়ক আকাশ আর নায়িকা সীমা?

মারুফ কথা বলে না, চুপ করে থাকে। বাড়ির পথ ধরে হাঁটে। দোকান ভরা মানুষগুলো চা খায়, সিরিয়াল দেখে। যুবক-বৃদ্ধ। মারুফ বিড়বিড় করে বলে একটা স্বাধীন দেশ পেয়েছো বলে স্বাধীনতার মর্মটাই ভুলে গেলে! ভুলে গেলে দেশপ্রেম! নেশার মোহ তখনি ভাঙে যখন পাছার উপর লাথি পড়ে। রাতের আকাশে এদিক ওদিক কালো মেঘের স্তুপ। আকাশটা ভীষণ কালো।

মারুফের খুব ভয় হয়, স্বাধীন সোনার দেশটার উপর কালো কালো মেঘ জমছে। শকুনের আনাগোনা আকাশে। পিশাচের দল কি ষোল কোটি সাধারন মানুষের রক্তের গন্ধ শুকছে, না পেয়েছে! তীব্র বৃষ্টিতে ফসল তলায়, ঘর বাড়ি ডোবে, মানুষ আপন ঘর ছেড়ে আশ্রয় খোঁজে, বজ্রপাতে প্রাণহানি বেড়েছে। মানুষও তো আকাশ কালো করে, কালো কালো ধোঁয়ায় ভরা আকাশ। আকাশ থেকে বিকট শব্দ ও আগুনের ঝলকানিতে বিপন্ন মানুষ ও মানবতা। ঘরবাড়ি ছেড়ে মানুষ পালায় জীবনের তাগিদে, জীবন বাঁচাতে। ঝপঝপিয়ে বৃষ্টি নামে, আলোর ঝলকানি। গুড়ুম গুড়ুম বিকট শব্দের মেঘের ডাক কী বলে কে জানে? মারুফ কালো আকাশ, বৃষ্টি আর বিজলি নিয়ে হেঁটে চলে

সংবাদটি প্রিন্ট করুন

সর্বশেষ খবর

  • বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিনত হওয়ায় জেলা সেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল
  • শহরে অনুমোদিত তিন হাজার টমটম ছাড়া বাকি টমটম চলতে দেওয়া যাবে না-জেলা আ’লীগের সভাপতি
  • কুতুবদিয়া বড়ঘোপের নৌকার মাঝি হতে পারে ছাবের আহমেদ কোঃ
  • সিইএইচআরডিএফ কর্তৃক নিরাপদ সড়কের জন্য মানববন্ধন
  • কক্সবাজারে শ্রেষ্ট রিপোর্টার নির্বাচিত হওয়ায় জেলা আ’লীগের উপহার
  • টেকনাফের হ্নীলা ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজান জনমত জরিপে এগিয়ে
  • ঘোষিত তপশীল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ!১৮মার্চ,বাছাই ১৯ মার্চ,প্রত্যহার ২৪মার্চ,নির্বাচন ১১এপ্রিল
  • কাউন্সিলর কাজী মােরশেদ মৃত্যুতে এমপি আশেকের শোক
  • কাউন্সিলর কাজী মােরশেদ মৃত্যুতে জেলা আওয়ামিলীগের সভাপতির শোক
  • জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামিলীগের সমথর্ককে নির্বাচিত করুন এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
  • একুশের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে-জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি
  • কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
  • কুতুবদিয়ায় বিদ্যুৎ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন সিরাজুদ্দৌলার
  • কুতুবদিয়ার ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাফর সিদ্দিকী জনমত জরিপে এগিয়ে
  • কুতুবদিয়ায় বিদ্যুৎ এর অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন আজমগীর মাতবরের


  • সম্পাদকঃ- মোহাম্মদ সোহেল রানা –
  • মোবাইলঃ- ০১৮৩৩৭১৯৮১৯
  • প্রকাশক :- মোহাম্মদ মিজানুর রহমান (কুতুবী)
  • মোবাইলঃ- ০১৮১১৫৩০৮৮২
  • Email:- mijanur837@gmail.com
  • অফিসঃ- বড়বাজার কক্সবাজার
  • Email:- thecoxnews24@gmail.com

কপিরাইট © The Cox News24-2020

Design & Developed By:

ঘোষনা :
    অনলাইন ভিত্তিক “The Cox News24” পত্রিকার জন্য দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ সাহসী মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য অনুরোধ করা হলো। যোগাযোগঃ mijanur837@gmail.com ই-মেইলে সিভি পাঠিয়ে 01811530882 ফোন করতে আহব্বান করা হলো।