আবার ত্রাণ নিয়ে হাজির হলেন কক্সবাজার মহিলা সমবায় সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান ফাতিমা আনকিস (ডেইজি)
প্রকাশিতঃ 4:12 pm | May 04, 2020

নিজস্ব প্রতিবেদক-(কক্সবাজার)
আবার ত্রাণ নিয়ে হাজির হলেন কক্সবাজার মহিলা সমবায় সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান ফাতিমা আনকিস (ডেইজি)
দেশের এই ক্রান্তিলগ্নে রমজানে দিত্বীয় দ্বাপে আবারো ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আজকে ১০ ই রমজানে, কক্সবাজার জেলা মহিলা সমবায় সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মানবিক নারী ফাতিমা আনকিছ ডেইজির নিজস্ব তহবিল থেকে প্রায় ১৫০ অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন । তিনি আর জানান করোনা মহামারীতে এই পর্যন্ত মোট ৫ বার ত্রান বিতরন করেছেন।এবং আগামীতেও ত্রান বিতরন অব্যহত থাকবে বলে জানিয়েছেন।