কুতুবদিয়ায় এ পর্যন্ত ১৩৬ জনের করোনা পরীক্ষা সম্পন্ন
প্রকাশিতঃ 10:13 pm | May 04, 2020

কুতুবদিয়ায় এ পর্যন্ত ১৩৬ জনের করোনা পরীক্ষা সম্পন্ন—
নিজেস্ব প্রতিবেদক-(কক্সবাজার)
কুতুবদিয়া হাসপাতালের ১৭ জন ডাক্তার নার্স সবাই করোনা নেগেটিভ—–উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম
######################################
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আজ সোমবার করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে কুতুবদিয়া হাসপাতালের ১৭ জন ডাক্তার ও নার্সের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে, সবার করোনা ভাইরাস নেগেটিভ আসে। এখনো পর্যন্ত কুতুবদিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশ লকডাউন আওতায় আনা হয়েছে। ঢাকা,নারায়ণগঞ্জ,চট্টগ্রাম,মহেশখালী,সাতকানিয়াসহ বেশ কিছু করোনা ভাইরাস সংক্রমণ এলাকা থেকে লকডাউন অমান্য করে কুতুবদিয়ায় ডুকে পড়ে কিছু সংখ্যক লোক। পুলিশ প্রশাসন খবর পেয়ে তাদের নিজেদের হেফাজতে নিয়ে প্রতিনিয়ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠান। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে তাদের নির্ধারিত ১৪ দিন শেষ হলে তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের করোনা ভাইরাস পরীক্ষা নেগেটিভ হওয়ায় তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়। এবং ঘরে অবস্থান করার জন্য বলা হয়। আজ সোমবার ১৭ জন ডাক্তার,নার্সসহ এ পর্যন্ত মোট কুতুবদিয়া উপজেলা হতে করোনা ভাইরাস সন্দেহে ১৩৬ জনের নমুনা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য । এদের মধ্যে ১২০ জনের করোনা নেগেটিভ আসে। বাকী ১৬ জনের রিপোর্ট আসনি। এ পর্যন্ত কুতুবদিয়া উপজেলা পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অক্লান্ত পরিশ্রমে করোনা মুক্ত রয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কুতুবদিয়ায় এখন পর্যন্ত করোনা মুক্ত আছে। দ্বীপের বাহির থেকে আসা কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়া ১৩৬জনের করোনা সন্দেহে ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় ১২০ জনের নেগেটিভ আসে। বাকী ১৬ জনের রিপোর্ট আসনি। দ্বীপের বাহির থেকে বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ,চট্টগ্রাম,সাতকানিয়া,মহেশখালী থেকে কোন লোক যাতে কুতুবদিয়ায় প্রবেশ করতে না পারে সেই জন্য প্রশাসনকে কড়া নজরদারিতে রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। অতি প্রয়োজন ছাড়া অহেতুক বাইরে ঘোরাঘুরি না করে সকলকে ঘরে থাকতে তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন।