মেয়র মুজিবের বিরুদ্ধে কেউ অসালীন কথা বল্লে বা অপপ্রচার করলে তাকে প্রতিহত করতে নেতা কর্মীদের নির্দেশ দিলেন সৈনিক লীগের জেলা সভাপতি কনক।
প্রকাশিতঃ 5:30 pm | May 05, 2020

নিজস্ব প্রতিবেদক-(কক্সবাজার)
কক্সবাজার জেলা আওয়ামীগে মুজিবুর রহমানের কোন বিকল্প নেই,বললে ও চলে । আজ এই করোনা পরিস্থিতিতে যখন আপনারা কক্সবাজার সমস্ত নেতারাই নিজের চিন্তাই বিভোর হয়ে হাত গুটিয়ে ঘরের কোনে বসে আছেন,, টিক এই করুন মুহূর্তে ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে, শুধু জনগণের সেবায় আজকে এক ওয়ার্ড, কালকে আর এক ওয়ার্ড, পরশু দিন আর এক ওয়ার্ড এভাবেই দিন রাত বিরতিহীন ভাবে ত্রান সামগ্রী নিয়ে ছুঁটে চলছেন পৌর মেয়র মুজিবুর রহমান। আমি নিজে সচক্ষে দেখতেছি,, মেয়র মুজিবুর রহমান করোনা লগ্ন থেকে রোবটের মত বিরতিহীন ভাবে, ত্রান সামগ্রী নিয়ে অসহায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং এই কক্সবাজারের প্রত্যেকটি জনগণের মনের মনিকোঠায় ঠাঁই করে নিচ্ছেন, ঠিক ওই মুহূর্তে তাঁর এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ওঁৎ পেতে থাকা ষড়যন্ত্রকারীর দল ঘরের কোনে বসে বসে আবারো ষড়যন্ত্র শুরু করার অপচেষ্টা করে যাচ্ছেন, এই ষড়যন্ত্র আপনারা মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে শুরু করেননি, এই ষড়যন্ত্র আপনারা শুরু করেছেনে পৌরবাসীর বিরুদ্ধে,,এই পর্যন্ত কোন ষড়যন্ত্র কারী ও সফল হতে পারেনি এবং পারবে ও না,, অতএব ষড়যন্ত্রকারীরা সময় থাকতে সাবধান ! পৌরবাসী একবার ক্ষেপে গেলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুজে পাবিনা! প্রয়োজনে আমারা আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের সৈনিকেরা রক্তপাত করতে ও দিধাবোধ করবোনা না,, জয় বাংলা