ছৈয়দুল হুদা ছিদ্দিকী ট্রাস্ট, বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মুজিবুল হক ছিদ্দিকী (বাচ্চু) আবারো ১০০ পরিবারের মাঝে ত্রান বিতরন।
প্রকাশিতঃ 5:31 pm | May 09, 2020

নিজস্ব প্রতিবেদক
চট্রগ্রামস্থ কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক, ছৈয়দুল হুদা ছিদ্দিকী ট্রাস্ট, বাংলাদেশ এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কক্সবাজার পৌর শহর শাখার সভাপতি সোহেল রানার শ্রদ্ধেয় নানা বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ মুজিবুল হক ছিদ্দিকী (বাচ্চু) এই করোনা পরিস্থিতিতে আবারো দ্বিতীয় দাপে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ার হত দরিদ্র ১০০ পরিবারের মাঝে বেশ কিছু পন্য সামগ্রী দিয়ে গত ০৭ ০৫ ২০ ইং তারিখ ত্রান বিতরন করেন। তিনি অথিতেও যথেষ্ট পরিমানে সবাইকে সহযোগীতা করে এসেছেন, আগামীতেও পাশে থাকার আশ্বাস দিয়ে সবার কাছে দোয়া কামনা করেছেন।