কর্মহীন ও হত দরিদ্র মানুষের পাশে যুবলীগ নেতা এম এ মোনাফ সিকদার।
প্রকাশিতঃ 10:10 pm | May 11, 2020

নিজস্ব প্রতিবেদক-
করোনা লগ্ন থেকে দিন রাত কর্মহীন ও হত দরিদ্র মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন সাবেক কক্সবাজার ছাত্রলীগের সহ সভাপতি ও বর্তমান যুবলীগ নেতা এম এ মোনাফ সিকদার। এই পর্যন্ত কক্সবাজারের সমিতি পাড়া, পেশকার পাড়া ও খুরুস্কুল সহ বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে,,এমনকি নিজে ভ্যান গাড়ি চালিয়ে ও নিজের কাঁধে করে করে হত দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করে আসছেন। সর্বমোট এই পর্যন্ত ১১ বার বিভিন্ন পয়েন্টে বিতরণ করে আসছেন, আগমীতে ও এই বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই মানবিক নেতা।