বড়ঘোপ হাড়ি সিকদার বাড়ির পক্ষ থেকে গরিব দুঃখি মানুষকে করোনা দূর্যোক মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিতঃ 5:17 pm | May 13, 2020

নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারে মাঝে মাহে রমজানকে সামনে রেখে কুতুবদিয়া বড়ঘোপ হাড়ি সিকদার বাড়ীর সার্বিক সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ ১৩ মে (বুধবার) দুপুরে বড়ঘোপ ইউনিয়নের ২৫০ কর্মহীন হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ প্যাকেটের মধ্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি ইফতারি সামগ্রীও রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস,এস আই মোসলেম উদ্দিন বাবলু, হাড়ি সিকদার বাড়ীর এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থসম্পাদক জাহেদুল আওয়াল, এডভোকেট রাসেল, মিজান কোম্পানি, মাষ্টার মনজুর, মাষ্টার আজিজ, সোহেল, হাসন সিকদার ও পুলিশ সদস্যরা।
এ ব্যাপারে কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করেন। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আজ ১৩ মে দুপুরে বড়ঘোপ হাড়ি সিকদার বাড়ীর সহযোগিতায় কর্মহীন ২৫০টি হতদরিদ্র পরিবারে প্রতিদিনের ন্যায় খাদ্য সামগ্রীর পাশাপাশি ইফতারি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণকে বাড়িতে অবস্থান নিশ্চিত করতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।