দেশের করোনা লগ্নে ৫বার ত্রাণ দিয়ে মানবতার ফেরিওয়ালা হলেন ফাতিমা আনকিস (ডেইজি)
প্রকাশিতঃ 11:59 am | May 14, 2020

মিজানুর রহমান (কুতুবী)
দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও হত দরিদ্রের মাঝে ৫ বার ত্রাণ দিয়ে মানবতার ফেরিওয়ালা হলেন ফাতিমা আনকিস ডেইজি।
তিনি বলেন দেশের এই পরিস্থিতিতে ৫ বার কেন সরকার যতদিন না পর্যন্ত লকডাউন তুলে না ফেলতেছে ততদিন আমার এই ত্রাণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুতারং আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন, বাহির হওয়ার দরকার নাই, এবং সরকারি নির্দেশ মেনে চলুন।
তিনি আর বলেন আমরা চাই দেশে যাতে পরিস্থিতি ভালো হোক, এই সময়ে আপনারা বাড়িতে থাকুন খাবার পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের।
এই সময়ে উপস্থিত ছিলেন Action Towards humanity চেয়ারম্যান ফাতিমা আনকিস ডেইজি এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের শহর শাখার সভাপতি কামরুল হুদা সোহেল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।