করোনা পরিস্থিতিতে ছাত্রলীগের পাশে দাঁড়ালেন কর্ণেল (অবঃ)ফোরকান।
প্রকাশিতঃ 6:24 pm | May 14, 2020

নিজস্ব প্রতিবেদক
জাতির এই ক্রান্তিলগ্নে কক্সবাজার জেলার সবচেয়ে অবহেলিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ছাত্রলীগের তৃনমুল নেতা কর্মীদের মাঝে হাসি ফোটালেন, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে.কর্নেল (অবঃ) ফোরকান আহমদ। আজ দুপুর ২টা;কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের নিজস্ব অফিসে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কালে উপস্থিত কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অবঃ) ফোরকান আহমেদ, কক্সবাজার সরকারি কলেজের প্রফেসর গিয়াস উদদীন ছিদ্দিকী,কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ,কক্সবাজার শহর শাখার সভাপতি সোহেল রানা ও উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যানের ব্যাক্তিগত সহকারী রুস্তম উদ্দীন।