কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী হামলার স্বীকার
প্রকাশিতঃ 12:48 pm | May 16, 2020

নিজস্ব প্রতিনিধ,কুতুবদিয়া (কক্সবাজার)
কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লালাকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার(১৫ মে) দুপুরে উপজেলার পূর্ব আলী আকবর ড়েইল মশরফ আলী সিকদার পাড়া সরকারি চলাচলের রাস্তায়। প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ,আজ শুক্রবার দুপুরে পূর্ব আলী আকবর ড়েইল মশরফ আলী সিকদার পাড়া এলাকার মৃত করিম দাদের পুত্র ফরিদুল আলম(৫০) লোক দিয়ে তার বাড়ির পায়খানার টাংকির ময়লা পরিষ্কার করে সরকারি চালাচলের রাস্তার উপর রাখেন। এ সময় স্থানীয় চেয়ারম্যান নূরুচ ছাফা বি.কম এর সাথে আওয়ামীলীগে নেতা নাজিম উদ্দিন লালা জুমার নামাজ পড়ে আসার সময় রাস্তার উপর রাখা ময়লা পরিষ্কার করতে বললে তাৎক্ষণিক ফরিদুল আলম ও ২ পুত্র,২ ভাই ও বউ মিলে চেয়ারম্যানের সামনে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহত আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন লালার চিৎকার শুনে বড় ভাই নেজাম উদ্দিন এগিয়ে এলে তাকেও সন্ত্রাসীরা মেরে গুরুতর আহত করেন। এ সময় সন্ত্রাসীদের ছোড়া ইটের আঘাতে প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল কাদেরের পুত্র তৌফিক ইলাহী আহত হয়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতাল ভর্তি করান। আহতদের মধ্যে আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন লালার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় জড়িত ৬ জনকে আসামী করে আহত নাজিম উদ্দিন লালা বাদী হয়ে কুতুবদিয়া থানায় এজাহার দায়ের করলে, থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্ত্রাসী ফরিদুল আলমকে গ্রেফতার করেন।