কলাতলী ডিসি পাহাড়ের উত্তর পাশে সন্ত্রাসীদের হাতে ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন।
প্রকাশিতঃ 12:52 pm | May 16, 2020

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার কলাতলী সুলতানপুর ডিসি পাহাড়ের উত্তর পাশে এই ঘটনা ঘটেছে। আজ ১৫ই মে শুক্রবার তারাবির নামাজের পর এই হামলার শিকার হয়। উক্ত ঘটনায় আহত হলেন, এলাকার সাবেক সমাজ কমিটির সভাপতির,ছেলে দেলোয়ার হোসেন,
প্রত্যক্ষদর্শীরা জানান, তারাবির নামাজের পরে হঠাৎ করেই একই এলাকায় সংঘবদ্ধ হয়, সহোদর সহ আরও কয়েকজন দা চুরি নিয়ে হঠাৎ হামলা করে এই দেলোয়ার হোসেনের উপর। দেলোয়ারের সঙ্গে থাকা স্মার্ট ফোন নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরে ঘটনাস্থল ঝগড়া অবস্থায় এলাকার লোকজন দেখে দৌড়ে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায় , পরে আহতদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরন করেন স্হানীয় প্রতিনিধি জানান, একই এলাকার চিন্হিত মাদক কারবারি এবং মাদকাসক্ত সন্ত্রাসী, নূর মোহাম্মদ, পিতা আব্দুল হাকিম,ছেলে এবং আরও কয়েক জন মিলে তার উপর হঠাৎ হামলা করে।
কিছু বোঝে উঠার আগেই। নূর মোহাম্মদ, একই এলাকার,রোহিঙ্গা আব্দুল হাকিমের ছেলে বলে জানা গেছে। এবং তাদের দুই ভাইয়ের চলাফেরা ছিল দীর্ঘদিন ধরে বেপরোয়া। আহত দেলোয়ার হোসেন, জানান আমি সবসময় তাদের অসামাজিক কার্যক্রমে বাধা দিতাম, তারা এলাকায় মাদক, জুয়া সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তাদের এ’কার্জ ক্রমে বাধা দিতাম তাই তারা ক্ষিপ্ত হয়ে আজক আমার উপর, এই হামলা করেছে। আমরা প্রশাসনের সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচারের আশা করছি।
আহত দেলোয়ার হোসেন, বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিঘ্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আহতদের পরিবার হতে জানা গেছে।
এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।