কৃষকদের কাছ থেকে প্রান্তিক ন্যায্য মূল্যে ধান ক্রয় শুরু করলেন সরকার, উদ্বোধন আশেক উল্লাহ রফিক এমপি।
প্রকাশিতঃ 11:19 am | May 18, 2020

নিজস্ব প্রতিবেদক
কৃষকের কাছ থেকে চলতি মৌসুমের ধান ন্যার্য মুল্য ক্রয় শুরু করেছে সরকার। গতকাল বিকেল ৫.০০টায় মহেশখালীতে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মুল্যে ধান ক্রয় উদ্বোধন করেছেন প্রধান অতিথি কক্সবাজার-২ আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার খাদ্য শস্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন কুমার বড়ুয়া।
ন্যায্য মুল্যে ধান ক্রয় উদ্বোধন কালে প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। ১৭ই মে বিকালে উপজেলার খাদ্য গুদামে ধান ক্রয় উদ্বোধন অনুষ্টিত হয়। জানা যায়, ২৬ টাকা করে কেজিতে ধান ক্রয় করছে মহেশখালীতে সরকার।