কুতুবদিয়ায় মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২য় দিনে ঈদ উপহার বিতরণ
প্রকাশিতঃ 11:42 pm | May 21, 2020

কুতুবদিয়া প্রতিনিধি।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঈদুল ফিতর উপলক্ষে ও
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশের ন্যায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় লকডাউনের কারনে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মাঝে অাজ ২১ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে হতদরিদ্রের,অসহায়,কর্মহীন মানুষের মাঝে উপজেলার বড়ঘোপ বাজারস্থ বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সংলগ্ন মাঠে কৈয়ারবিল ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার নজর আলী মাতবর বাড়ির মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় ৩৫০ জন হতদরিদ্রসহ ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়। এছাড়াও নগদ প্রায় ১৫ হাজার টাকা করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান শিকদার,শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু,দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাহের কোম্পানী,ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা শামসুল আলম, প্রভাষক আব্দুল খালেক,ওমমান গনি,শাহাব উদ্দিন মাঝি ও সাংবাদিকবৃন্দ।
এব্যাপারে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মরহুম আলহাজ্ব আবুল কাসেম মাতবর স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ২১ মে সকালে উপজেলার বড়ঘোপ বাজারস্থ বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ের মাঠে ৩৫০জন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি,লুঙ্গি)বিতরণ করা হয়। এ সময় নগদ টাকাও বিতরণ করা হয়। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আজমগীর মাতবর বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী, ঈদ উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছি। গতকাল ২০ মে সকালে কৈয়ারবিল ইউনিয়নের ৫৭০ জন লোককে ঈদ উপহার (শাড়ি,লুঙ্গি), আজ ২১ শে মে দুপুরে বড়ঘোপ বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ের মাঠে ৩৫০ জনসহ মোট ৯২০জনকে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় প্রায় ৩০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়। বিতরণ অব্যাহত থাকবে বলে জানান।