কুতুবদিয়ায় আরও একজন করোনা রোগী সনাক্ত! ১৫ বাড়ি লকডাউন
প্রকাশিতঃ 11:17 am | May 26, 2020

নিজস্ব প্রতিবেদক
কুতুবদিয়ায় আবার ও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী সংস্পর্শে আসা তার আত্নীয় স্বজন ও প্রতিবেশী সহ ১৫ বাড়ি লকডাউন করে দিয়েছে কুতুবদিয়া থানা পুলিশ। জানাযায়, আক্রান্ত ঐ রোগী উপজেলার উত্ত র ধূরুং ইউনিয়নের বাঘখালী গ্রামের বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে বাবুল (২২)। তিনি আনোয়ারা উপজেলায় ধান কাটার কাজ করতে যায়। ধান কাটা হলে শেষে বাড়ি ফিরলে কুতুবদিয়া থানা পুলিশ খবর পেয়ে তাকে বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখে গতকাল সোমবার (২৫ মে) করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় দিনমজুর বাবুল (২২) রিপোর্ট পজেটিভ আসে। বাবুল কোয়ারেন্টাইন থেকে পালিয়ে বাড়িতে যায় এবং এলাকার মসজিদে ঈদের নামাজ পড়েন। রিপোর্টের খবর পেয়ে সে বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়ীতে আত্মগোপনে থাকার চেষ্টা করে। পুলিশের কয়েক ঘন্টার অভিযানে রাত ১১ টায় দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল এলাকার এক আত্নীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ দিদারুল ফেরদাউস। ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে যাতে মৃত্যুর মূখে পতিত হতে না হয়। তার জন্য ঘরে বসে ঈদের আনন্দ উপভোগ করতে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন,কুতুবদিয়ায় আবারও জন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাকে নিরাপদ রাখা হয়েছে। এ ঘটনায় করোনা ভাইরাস আক্রান্ত বাবুলের সংস্পর্শে আসা ১৫টি বাড়ি লকডাউন করা হয়েছে।