কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের অভিনন্দন বার্তা।
প্রকাশিতঃ 2:33 pm | May 31, 2020

কক্সবাজার প্রতিনিধি।
আজ রবিবার (৩১ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০.৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী যার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রতিনিয়ত নতুন দ্বার উন্মোচিত হচ্ছে, দেশরত্ন শেখ হাসিনার হাতে এই ফলাফল হস্তান্তর করা হয়৷
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে কক্সবাজার জেলার কৃতকার্য সকল কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা জানাই। যাদের ফলাফল আশানুরূপ হয় নি, তাদের আগামীর দিনগুলো সাফল্যমন্ডিত হোক এই কামনা রইল৷
প্রতিটি শিক্ষার্থী এক এক জন আগামীর বাংলাদেশ। তোমাদের সামনে অমিত সম্ভাবনার প্রতিটি দিন অপেক্ষা করছে৷ এই সময়ে নতুন প্রজন্মের প্রতিটি সদস্য কে বঙ্গবন্ধুর আর্দশ মনে ধারণ করে একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলার আহবান থাকল৷ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তার থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে দেশের জন্য কল্যাণ বয়ে আনার তীব্র বাসনা তোমাদের মনে জাগ্রত করার পরামর্শ রইল৷ দেশের জন্য কিছু করতে পারার চাইতে আনন্দের আর কিছু হতে পারে না৷
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা পরিবার অতীতেও সবসময় সাধারণ শিক্ষার্থীদের সকল প্রয়োজনে পাশে ছিল, বর্তমানে এবং ভবিষ্যতেও পাশে থাকবে। সকলকে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে পুষ্পিত অভিনন্দন।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু