হ্যালো ছাত্রলীগ! ধন্যবাদ ওরা ৪১জনের টীমের সকল সদস্যদের৷
প্রকাশিতঃ 7:12 am | June 03, 2020

কুমিল্লা প্রতিনিধি
আজ দেবিদ্বার উপজেলার ১৬নং মোহনপুর ইউনিয়ন করুইন গ্রামের কৃতি সন্তান, আব্দুল মান্নান মেম্বার ছেলে অহিদুর রহমান করোনায় উপর্সগ আক্রান্ত হয়ে আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর ২.টায় মৃত্যুবরণ করেন।
এখন রাত্রী ১১টা বাজে আমরা তাহার নিজ গ্রাম কুরুইন পারিবারিক কবরস্থানে ধর্মীয় রিতি নীতি মোতাবেক আমরা দাফন কাফনের কাজ সম্পর্ন করি ওরা ৪১জনের টীম।
উপস্থিত নেতৃত্বদের মাঝে ওরা ৪১জনের আমার টীমে মোঃ বিল্লাল হোসাইন,আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল খান, আরিফ খান জয়, তুহিন, নাসির হোসাইন, রিয়াদুল হাসান পিয়াল, কামরুল হাসান, মোঃ আবির, মো খোকন, মো রাজু মোঃ জুলহাস মিয়া ভাই হাফেজ তোফায়েল মাহমুদ মাওলানা খালেদ মাহমুদ হাফেয কামাল উদ্দিন
হাফেজ আলাউদ্দিন ভুইয়া
উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান ভাইয়ের ফোন পেয়ে আমাদের ‘ওরা ৪১ জন’ টিমের ৮ সদস্য নিয়ে করোনায় দেবিদ্বার উপজেলায় কুরইন গ্রামের মৃত্যু অহিদুর রহমান ব্যাক্তির লাশ ধর্মীয় বিধিবিধান অনুযায়ী দাফন সম্পন্ন করেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মীয় রীতিনীতি অনুযায়ী লাশকে প্রাপ্ত সম্মানের সাথে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা যথাযথভাবেই পালন করতে আমরা বদ্বপরিকর।
মতামতঃঅহিদুর রহমান ভাইটার বয়স ৩৪বছর হবে,চলে গেছেন আল্লাহর ডাকে,আমার ৪১জনের টীম খুবই হতাশ হলাম যে ওর বাবা ভাই বোন থেকেও কেউ যে এগিয়ে আসেনি,স্থানীয় নেতা জানাযায় দাফন কাফনে বাদা দিয়ে চলে গেছে গ্রাম ছেড়ে।আল্লাহ আমরা না হয় খুবই পাপ করেছি,এবার কি ক্ষমা করা যায় না।