জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন মাষ্টার আহম্মদ উল্লাহ বি,কম
প্রকাশিতঃ 8:49 pm | June 03, 2020

কুতুবদিয়া প্রতিনিধি (কক্সবাজার)
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সারাদেশের ন্যায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় লকডাউনের কারনে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ে। কর্মহীন হয়ে পড়া এসব মানুষের মাঝে ঈদ উপলক্ষে অাজ ৩ জুন(বুধবার) দুপুরে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের ধূরুং হাই স্কুলের মাঠে, কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় তিন ইউনিয়নের (উত্তর ধূরুং,দক্ষিণ ধূরুং,লেমশীখালী) ১৬৫ জন কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান। বিতরণ কালে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও সাবেক কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আহম্মদ উল্লাহ বি.কম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহের কোম্পানি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংবাদিক বৃন্দ,আওয়ামীলীগের অন্যান্য নেত্রীবৃন্দ।
এব্যাপারে কক্সবাজার জেলা পরিষদের সদস্য মাষ্টার আহম্মদ উল্লাহ বি.কম বলেন,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া এবং ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। আজ সকালে উপজেলার উত্তর জোনের ৩ (উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং,লেমশীখালী ) ইউনিয়নের হতদরিদ্র ১৬৫ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আগামীকাল দক্ষিণ জোনের(কৈয়ারবিল,বড়ঘোপ,আলী আকবর ড়েইল) ৩ ইউনিয়নে ১৬৫ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। এর আগে পবিত্র রমজান উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়।