কুতুবদিয়ায় পানি সম্পদ সচিব বেড়িবাঁধের কাজ দ্রুত শেষ করার নির্দেশ
প্রকাশিতঃ 10:32 pm | June 05, 2020

হাসান কুতুবী
কক্সবাজার জেলার দ্বীপ-উপজেলা কুতুবদিয়া-রক্ষা বেড়িবাঁধের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। তিনি শুক্রবার (৫জুন) ঘূর্ণিঝড় ‘আম্ফান’ পরবর্তী কুতুবদিয়ার উত্তর ধূরুং গ্রামের কাইচার পাড়া, আলী আকবর ডেইল গ্রামের বায়ু বিদ্যুৎ এলাকা, হায়দার পাড়া ও তাবালেরচর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৯২ কোটি টাকার চলমান নির্মাণকাজ পরিদর্শনকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া-মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী অকিল কুমার বিশ্বাস,তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আমিন, কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর, সহকারী কমিশনার (এসিল্যান্ড) মুহাম্মদ হেলাল চৌধূরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আ.স.ম.শাহরিয়ার চৌধূরী, আ.লীগ নেতা মুহাম্মদ ফরহাদ মাতবর, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম.হাছান কুতুবীসহ অন্যরা। চলমান কাজটি সম্পন্ন হলে চলতি বর্ষায় চাষাবাদসহ প্রায় পৌণে দু’লাখ দ্বীপবাসী সুরক্ষিত হবে বলে জানিয়েছেন সাংসদ আশেক উল্লাহ রফিক। পরবর্তীতে উপকূল রক্ষায় সরকারের সর্ববৃহৎ প্রজেক্ট ‘সুপার ডাইক’-এ অন্তর্ভূক্ত করে অতীব সম্ভাবনারদ্বীপ-কুতুবদিয়া রক্ষার প্রয়োজনীয় কাজ চলমান বলেও জানান তিনি।
এ দিকে বিশ্ব পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে উপজেলা পরিষদ ভবনের সামনে একটি নিমগাছের ছারা রোপন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব।