শহরের পাহাড়তলীতে নতুনবাজারে বিভিন্ন স্থানে প্রতিনিয়ত খুলছে দোকানপাট মানা হচ্ছে না নিষেধাজ্ঞা।
প্রকাশিতঃ 11:53 pm | June 07, 2020

আনোয়ার হোসাইন রিপন::কক্সবাজার। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্বের নিষেধাজ্ঞা ও সরকারের নির্দেশ অমান্য করে এ সব বাজার কিংবা দোকানপাট উপস্থিত হচ্ছে ব্যাপক জনসাধারণ। এ সময় মানুষকে ঘরে থাকার জন্য সচেতন থাকার জন্য দিক-নির্দেশনা দেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জাফর আলম ভাই এ সময় উনার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন কিছু অসামাজিক মহল তর্ক বিতর্ক জড়িয়ে যাওয়ার আগে আপনার মনে রাখা ভাল জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সেবায় স্বাস্থ্য সেবা মূলক গাইড লাইন দিয়ে যাচ্ছেন ওনার ও কিন্তু পরিবার আছেন তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত আপনাদের সেবায় নিয়োজিত আছেন
করোনা সম্পর্কে মানুষকে আর কত বা কিভাবে বুঝিয়ে বললে তার বোধোদয় হবে। চারদিকে রোগ কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ছে। সবার যেখানে হোম কোয়ারেন্টিনে থাকার কথা সেখানে ঠিক তার বিপরীত। সচেতন মূলক কথা বললেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন কিছু মহল
সরেজমিন দেখা যায়, শনিবার পাহাড়তলী বাজারে কয়েক স্থান ঘুরে কাউকে নিরাপদ দূরত্বে বজায় না রেখে বেচাকেনা করতে দেখা যায়। শুধু পাহাড়তলী বাজারে নয় জনসমাগম সীমাবদ্ধ নেই
পাহাড়তলীর বিভিন্নস্থানে।
প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আরও জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার জন্য।।