করোনা আইসোলেশনের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন শ্রীম্প হ্যাচারী,TCN 24
প্রকাশিতঃ 2:46 pm | June 11, 2020

ডেস্ক রিপোর্টঃ
শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) তাদের মানবিক সেবা কর্মের অংশ হিসেবে কক্সবাজারের মুমুর্ষ করোনা রোগীদের জীবন বাঁচাতে আজ (১১ জুন) কক্সবাজার করোনা আইসোলেশন সেন্টারের জন্য কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৫০ টি অক্সিজেন সিলিন্ডার এবং আনুসাঙ্গিক সকল সরঞ্জামাদি হস্তান্তর করেছে।
সেব সভাপতি সাংসদ আশেক উল্লাহ রফিক এসব সরঞ্জাম জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নিকট হস্তান্তর করেন। জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা সহ জেলার স্বাস্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের কক্সবাজারের মানুষ ‘সেব’ এর অসাধারণ এ মানবিক উদ্যোগের প্রশংসা করছে। কক্সবাজারবাসীর প্রত্যাশা, কক্সবাজারের সব ধনাঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানসমুহ এমন আরো মানবিক উদ্যোগে শামিল হবেন, যাতে আর একজন মানুষকেও চিকিৎসার অভাবে প্রাণ হারাতে না হয়।