মসজিদে জুমার নামাজে বোমা বিস্ফোরণ খতিব নিহত TCN 24
প্রকাশিতঃ 8:48 pm | June 12, 2020

অনলাইন ডেস্কঃ
আফগানিস্তানে কাবুলে এক মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে অন্তত চারজন মুসল্লি মারা গেছেন। আহত হয়েছে বহু মুসল্লি। খবর আল জাজিরা।
জানা যায়, শের শাহ শুরি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মসজিদের খতিবও নিহত হয়েছেন। বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।
এরআগে এই মাসের শুরুতে দেশটির নাঙ্গারহার প্রদেশে আরেক মসজিদেও হামলা হয়।