মন্ত্রী নাসিম,প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মেয়র বদর উদ্দিনের প্রতি গভীর শোক প্রকাশ করছেন শিরিন আহমদ এমপি- TCN 24
প্রকাশিতঃ 2:01 pm | June 15, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরান চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সভানেত্রী শিরিন আহমদ এমপি। তিনি আজ সকাল এক শোক বার্তায় এ কথা জানান।
তিনি আর বলেন বাংলাদেশ আওয়ামিলীগের যে দুই মন্ত্রী মোহাম্মদ নাসিম ও শেখ আব্দুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকাহত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।