কুতুবদিয়ায় ৩ করোনা শনাক্তে ৫ ব্যাংক লকডাউন! TCN 24
প্রকাশিতঃ 4:43 pm | June 15, 2020

হাছান কুতুবী, কুতুবদিয়া
কক্সবাজার জেলার কুতুবদিয়ায় নমুনা দেয়ার দু’সপ্তাহ পর ৩ ব্যাংকারের করোনা শনাক্তের জেরধরে ৫ ব্যাংকসহ ৬ ভবন লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। ব্যাংক সমূহ হচ্ছে সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখা, গ্রামীণ ব্যাংক বড়ঘোপ শাখা, গ্রামীণ ব্যাংক ধূরুংবাজার শাখা, কৃষি ব্যাংক ধূরুংবাজার শাখা এবং ডাচবাংলা মোবাইল ব্যাংকিং ধূরুং শাখা।
সোনালী ব্যাংক কুতুবদিয়া শাখার অফিসার জসিম উদ্দিন, গ্রামীণ ব্যাংক বড়ঘোপ শাখার অফিসার আলী আহমদ ও একই ব্যাংকের ধূরুংবাজার শাখার কর্মচারী আমির হোছাইনের পজেটিভ রিপোর্ট রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টায় আসার পর উল্লেখিত ব্যাংক ও তাদের বসবাসরত ভবনগুলো লকডাউন করা হয়। প্রাপ্ত তথ্যমতে জসিম উদ্দিন নমুনা দেন ৩০ মে ও গ্রামীণ ব্যাংকের দু’জন নমুনা দেন ১ জুন। দীর্ঘ দু’সপ্তাহ পর তাদের পজিটিভ রিপোর্ট আসায় বিষয়টি জটিল আকার ধারণ করে। উল্লেখ্য এ পর্যন্ত কুতুবদিয়ায় শনাক্ত হওয়া ৬ করোনা রোগির মধ্যে পরে ২ জনের পজিটিভ এবং ১জনের মৃত্যুর পর পজিটিভ রিপোর্ট হয়। শনাক্ত হওয়া ৩ করোনা রোগির সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা পরীক্ষার নির্দেশনা প্রদান করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর। করোনা পরিস্থিতির বিষয়ে জানতে একাধিকবার মোবাইল করেও স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম চৌধূরীকে পাওয়া যায়নি। বর্তমানে ৩ ব্যাংকার হুম কোয়ারেন্টিনে আছে বলে নিশ্চিত করেন করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডা.জায়নুল আবেদীন।
(১৫-জুন-২০২০ )