সিলেটের সাবেক মেয়রের প্রতি শোক প্রকাশ করছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ-TCN 24
প্রকাশিতঃ 5:48 pm | June 15, 2020

কুতুবদিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা বদরুদ্দিন আহমেদ কামরান গত রাত ২.৩০ টায় করোনা আক্রান্ত হয়ে সি.এম.এইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞ্যাপন করছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ।
আজ সকালে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে এক শোক বার্তায় কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক জানান।
তারা বলেন, বদরুদ্দিন আহমদ ছিলেন একজন সৎ ও ন্যায় নিষ্ঠাবান ব্যাক্তি , তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।
তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।