জিয়াউল হক ছিদ্দিকীর মৃত্যুতে TCN 24 এর সম্পাদক সোহেল রানার শোক প্রকাশ।
প্রকাশিতঃ 12:03 am | June 16, 2020

শোক বার্তা
কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার মৌলভী বাড়ী নিবাসী, চট্টগ্রামস্থ কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুল হক সিদ্দিকী(বাচ্চু) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বর্তমান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান জনাব মমতাজ উদ্দিন আহমেদের সহধর্মিনী বড় ভাই জিউল হক সিদ্দিকী (৬৫) গতকাল রবিবার ( ১৪ জুন) রাত 8.45 টায় চট্টগ্রাম জামাল খান এলাকায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইল্লাহী রাজিউন)।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক,,, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, TCN 24 এর সম্পাদক সোহেল রানা।
তিনি বলেন, ঊনি বেশ অনেক দিন ধরে ফুসফুসের ক্যান্সার এ ভুগছিলেন।