কুতুবদিয়ায় আরও দু’জন করোনা রোগী সনাক্ত ! ৪ বাড়ি লকডাউন
করোনা আতঙ্কে কুতুবদিয়া, আরও ২ জন -TCN 24
প্রকাশিতঃ 2:10 pm | June 16, 2020

কুতুবদিয়া প্রতিনিধি,
কক্সবাজারের কুতুবদিয়ায় গত সোমবার(১৫ জুন) ১০ জনের রিপোর্টের মধ্যে আরও ২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। সনাক্ত হওয়া রোগীরা হলেন- একজন শরিয়তপুর নিবাসী আলী আকবর ডেইল এলাকায় বেড়িবাঁধের কাজ করতে আসা গিয়াস উদ্দিনের স্ত্রী শারমিন আকতার(২৫),অন্য জন উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকার মোজাহেরুল হকের পুত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র মেহেরুজ্জামান (২৬)। সে চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে মার্চ মাসে বাড়িতে আসে। গতকাল এই দুজনের রিপোর্ট পজিটিভ আসলে প্রশাসন তাদের সংস্পর্শে আসা ৪টি বাড়ী লকডাউন করে।
এব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন ওই ২জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন।