করোনা কিটস উপহার পৌর পিতা মুজিবের-TCN 24
প্রকাশিতঃ 8:18 pm | June 16, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
মেয়র এর পক্ষে তার ছোট ভাই এনামুল হক পৌরসভাকে হস্তান্তর করেন।
কক্সবাজার পৌরসভার মান্যবর মেয়র জনাব মুজিবুর রহমান এর ব্যক্তিগত তহবিল হতে পৌরবসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে কোভিড-১৯(করোনা) ভাইরাসের পরীক্ষা বিনামূল্যে করার জন্য নিম্নে বর্ণিত পরীক্ষা সামগ্রী, পিপিই ৫০পিস,মাস্ক ৫৫০ পিস, গ্লাবস ১২০০ পিস, সোয়াব স্টিক ২০০০ পিস,রেড টেস্ট টিউব ১৫০০ পিস,টাং ডিপ্রেশনার ৮০০ পিস,হ্যক্সিসল ৭০টি, সেইব সিট ৭০ পিস, হ্যান্ড স্যানিটাইজার ২০০০ পিস সহ পরীক্ষা সামগ্রী প্রেরন করেন! উক্ত সামগ্রী মেয়র মহোদয়ের পক্ষে তার ছোট ভাই জনাব এনামুল হক কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-১ জনাব মাহাবুবুর রহমানের নিকট হস্তান্তর করেন। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।