কুতুবদিয়া উপজেলা সদরে কৃত্রিম জলাবদ্ধতা! TCN 24
প্রকাশিতঃ 8:28 pm | June 17, 2020

হাছান কুতুবী
দ্বীপ-কুতুবদিয়া উপজেলা সদরের উত্তর বড়ঘোপ গ্রামের জনজীবনে শুরু হয়েছে চরম দূর্ভোগ। মাত্র একদিনের ভারি বর্ষণে পানিতে সয়লাব হয়ে গেছে অফিস-আদালত, রাস্তঘাট, বিভিন্ন প্রতিষ্টান ও শতশত ঘরবাড়ি। এমনকি বহু বসতবাড়িতে বন্ধ হয়ে গেছে রান্নাবান্না। উপজেলার প্রধান আযম সড়কের বিভিন্ন পয়েন্টে পানি চলাচলের জন্য স্থাপিত পুল-কালভার্টগুলো কেন্দ্রিক বাড়িঘর গড়ে ওঠায় বৃষ্টি হলেই পুরোগ্রাম কৃত্রিম জ্বলাবদ্ধতায় রুপ নেয়। এমনকি বৃষ্টি থেমে গেলেও পানি সরার ব্যবস্থা না থাকায় হাটা-চলাচল করতে হয় কাঁদাজ্বল পেরিয়ে। তাই বিষয়টি দ্রুত সুরাহা করে জ্বলাবদ্ধতা থেকে রক্ষা করার দাবি ভূক্তভোগি অর্ধ লক্ষাধিক গ্রামবাসির। বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার আলী আকবর ডেইল গ্রামের একাধিক পয়েন্টে গিয়ে পানি চলাচল প্রতিবন্ধকতা অপসারন করেছে দাবি করে ‘উত্তর বড়ঘোপ এলাকায় সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জিয়াউল হক মীর।
(১৭ জুন-২০২০)