কৃত্রিম জলাবদ্ধতায় ঝিলংজার চেয়ারম্যানে বাড়ি- TCN 24
প্রকাশিতঃ 11:42 am | June 18, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান টিপুর সোলতানের বাড়ি সহ অসংখ্য ঘর বাড়ি পানির তলে। আজ সকালে তিনি তার ফেসবুক ওয়েল থেকে একটা ছবি পুষ্ট করলে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অতিরিক্ত প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন যায়গায় জলবদ্ধতা থাকায়, ইউনিয়নের অনেক ঘর বাড়ি পানির তলে বাসমান হয়।
তিনি আর বলেন,অতি শীগ্রই কোথায় কোথায় জলবদ্ধতা হয়েছে তা দেখে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান।