লকডাউনেও ধূরুংবাজারে কৃষক আমান উল্লাহর জায়গা দখলের চক্রান্ত !TCN 24
প্রকাশিতঃ 4:35 pm | June 19, 2020

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ॥
কুতুবদিয়ায় করোনা পরিস্থিতিতে লকডাউনকে উপেক্ষা করে কৃষকের জায়গা দখলের অপতৎপরতা চলছে। ১৪ জুন রাতের অন্ধকারে ধূরুংবাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটেছে। কতিপয় ভাড়াতে দুর্বিত্ত স্কেভেটর দিয়ে মাটি ভরাট করে ১৫ বছর আগে ক্রয়কৃত দখলীয় জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন উত্তর ধূরুং গ্রামের ভূক্তভোগি নিরীহ কৃষক আমান উল্লাহ।
আমান উল্লাহ জানান, দক্ষিণ ধূরুং মৌজার খতিয়ান নং-১৬৯৮, আরএস দাগ নং-৫০৪৮/৬৪৫৫, ৫০৫১/৬৪৫৬/, ৫০৫২/৬৪৫৭, বিএসদাগ নং-২৬২৪ ও ২৬২৭ এর অন্ধর হতে ২০০৫ সনের ২৬ জানুয়ারি ৬৮ নং খবলামূলে ৪৯ শতক, ৬ এপ্রিল ৩৬৪ নং খবলামূলে ২০ শতক, ৩ মে ৪৫৭ নং খবলামূলে ৮ শতক ও ২০০৭ সনের ২২ অক্টোবর ৬৬৫ নং খবলামূলে ১৬ শতকসহ সর্বমোট ৯০ শতক জায়গা ক্রয় করেন একই গ্রামের জনৈক রনজিৎ থেকে। ওই জায়গার ওপর একই এলাকার প্রভাবশালী জাকের হোছাইন গংয়ের শকূনদৃষ্টি পড়লে নিরুপায় হয়ে মিচ মামলা নং-৩/২০০৫ ও অপর ৭০/২০০৯ মামলা রুজু করেন আদালতে। গত বছরের ৪ নভেম্বর ওই মামলার ৯২ নং আদেশমূলে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ হয়। আদালতের এ আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ওই জায়গা দখলে মরিয়া হয়ে ওঠেছে জাকের হোছাইন গং। এ ব্যাপারে প্রশাসনের জরুরী সহায়তা চেয়েছেন গরীব কৃষক আমান উল্লাহ।
(হাছান কুতুবী-১৯-জুন-২০২০)