কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা তথ্য উপস্থাপন করার প্রতিবাদ-TCN 24
প্রকাশিতঃ 9:16 am | June 20, 2020

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া
বাংলাদেশের বৃহৎ সংগঠন আ’লীগের সুনাম ক্ষুন্ন করার জন্য সংগঠনের নাম ব্যবহার করে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তাহার ফেসবুক আইডি থেকে মিথ্যা ভিত্তিহীন একটি পোষ্ট দিয়েছে। যেহেতু আমি কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ১৯৮৩ সনে বাংলাদেশ ছাত্রলীগের ফরম পূরণ করে কর্মী হই। বিগত ১৯৯৪ সনে সংগঠনের অনুমোদিত ছাত্রলীগের কুতুবদিয়া উপজেলা শাখার ১নং যুগ্ন আহবায়ক, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি, ২০০৪ সনে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ ২০১৫ সনে উক্ত রেজাউল করিমের পিতা ছৈয়দ আহমদ কুতুবীর সাথে নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্ধিতা করে কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হই। তখন থেকেই সে আমার বিরুদ্ধে এ ধরণের মিথ্যাচার করে যাচ্ছে। তারপরও এ পর্যন্ত দলের কেন্দ্রীয় ঘোষনা মতে সকল কর্মকান্ড পরিচালনা করে আসছি। জাতীয় দূর্যোগ ,চলমান মহামারি চলাকালে সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণের পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগত ফান্ড থেকে হাজারের অধিক পরিবারে ত্রাণ বিতরণ করেছি। এ ছাড়াও করোনা ভাইরাসে ঘর বন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ২৫০০ টাকা ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দ্বারা তালিকা তৈরী করা হয়েছে। এখানে নেতাকর্মীদের থেকে টাকা নেয়ার কথা বলা হচ্ছে তা প্রমান করার জন্য অনুরোধ করছি। এ দূর্যোগ মহামারি করোনা কালে মানুষের পাশে থেকে দলের পক্ষ হয়ে কাজ করার আহবান জানাচ্ছি।