অতিরিক্ত যাত্রী পরিবহণের দায়ে কুতুবদিয়ায় মোবাইল কোর্টে জরিমানা-TCN 24
প্রকাশিতঃ 9:58 pm | June 20, 2020

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া
উপজেলার বিভিন্ন রুটে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহণ, মাস্কসহ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে দু’টি টেম্পু গাড়ীকে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেছেন এসিল্যান্ড-নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধূরী। এ ছাড়া সবধরণের কোচিং সরকারীভাবে বন্ধ হলেও বাড়িতে ২০/২৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং করার অপরাধে আলী আকবর ডেইল গ্রামের জনৈক এক কেজিস্কুলের প্রধান শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২০ জুন) মোবাইল কোর্ট পরিচালনাকালে নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
(হাছান কুতুবী-২০-জুন)