কুতুবদিয়ায় দিন দিন করোনা বেড়েই যাচ্ছে, করণীয় কি? এবং কি করা উচিত?-TCN 24
প্রকাশিতঃ 11:15 pm | June 21, 2020

প্রেস বিজ্ঞপ্তিঃ
কুতুবদিয়ায় দিন দিন করোনা বেড়েই যাচ্ছে, করণীয় কি? এবং কি করা উচিত?
কক্সবাজারের ছোট একটি উপজেলা,
““যার চার দিকে বেষ্টিত বঙ্গব সাগর, মাঝ খানে একটি দ্বীপ””
যেখানে ঘন বসতি সেখানে যদি করোনায় খেলা করে বা বাসা বাধে তাহলে এই দ্বীপের কি হবে? কি হতে পারে? আমার প্রশ্ন? তাই আমার কুুুুুতুবদিয়ার সিনিয়ার ও প্রশাসনের প্রতি কিছু অনুুুরোধ থাকবে ।
আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রকাশক TCN 24.com এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সৈনিক লীগ কুতুবদিয়া উপজেলা শাখা। এবং সাবেক ছাত্রলীগ নেতা কুতুবদিয়া উপজেলা ও কক্সবাজার সিটি কলেজ।
আমার প্রাণের কুতুবদিয়া , আমার মাতৃভূমি, আমার অহংকার,আমার এই গ্রামে যদি দিন দিন করোনা বেড়ে যায়, তাহলে আমার গ্রামের সহজ সরল মানুষ গুলো কি করবে? বা কি বা করতে পারবে? তাই আমি বলবো কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে আর কঠোর হতে, যাতে আমার মাতৃভূমি রক্ষার্থে যা যা দরকার তা তা করার জন্য আপনাদের বিনিত অনুরোধ রইলো।
আপনাদেরকে আমার সামান্য কিছু মতামত প্রকাশ করলাম।
- যেমন,
- ১,প্রতিটি গ্রামে গ্রামে আমার ছাত্রলীগ ভাই সহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদেরকে সেচ্চা সেবক হিসাবে দায়িত্ব দেওয়া যেতে পারে।
- ২, আগামী ১০- ২০ দিন পর্যন্ত পুরো কুতুবদিয়া রেড জোন ঘোষনা করা যেতে পারে ।
- ৩, যারা অসহায় তাদেরকে লিষ্ট করে বাড়িতে বাটিতে ত্রাণ পৌঁছিয়ে দেওয়া যেতে পারে।
- ৪, চিকিৎসা সেবা আর উন্নত করা।
- ৫, প্রতি গ্রামে প্রশাসনের নাম্বার থাকবে যাতে যে বা যাদের থেকে করোনা উপসর্গ থাকে তাহলে প্রশাসনকে জানা।
- ৬, পারা পারে আর কঠোর ব্যাবস্থা গ্রহণ করা, যাতে কোন অবহেলা না করা ।
- যদি ভূল মনে করে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন। সুতরাং বাড়িতে থাকুন সুস্থ থাকুন।