কুতুবদিয়া প্রেসক্লাবের সভায় করোনা প্রতিরোধে সোচ্ছার হওয়ার তাগিদ
প্রকাশিতঃ 11:24 pm | June 21, 2020

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া :
দিন দিন করোনা রোগির সংখ্যা বৃদ্ধির ঘটনায় কুতুবদিয়া প্রেসক্লাবের এক জরুরী মতবিনিময় সভা অনুষ্টিত হয়। প্রেসক্লাব সভাপতি ও বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম.শহীদ উদ্দীন ছোটন’র সভাপতিত্বে রবিবার (২১ জুন) অনুষ্টিত সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিজেদের স্বার্থে সংক্রমণ ঠেকাতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিক ও গণমাধ্যমকর্মীসহ সর্বমহলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহবান জানানো হয়। সাধারণ সম্পাদক হাছান কুতুবীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় উপজেলার সর্বশেষ সামগ্রীক পরিস্থিতি পর্যালোচনা করে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক এম.এ.মান্নান, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সাইফুল আলম সিকদার, নজরুল ইসলাম, ইফতেখার শাহজীদ রোকন, আবুল কাশেম ও মনিরুল ইসলাম। সম্প্রতি সাংবাদিক এম.এ.মান্নান’র একমাত্র পুত্র তারেক মান্নার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া ক্লাবে নতুন সদস্যভূক্ত হওয়ার ইচ্ছুকদের আবেদন পরবর্তী সভায় অনুমোদন সাপেক্ষে সদস্যভূক্ত করার প্রস্তাব গৃহীত হয়।
(হাছান কুতুবী-২১-জুন-২০২০)