কুতুবদিয়ায় নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত-TCN 24
প্রকাশিতঃ 11:56 am | June 22, 2020

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া (ককসবাজার)
কুতুবদিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি মানুষের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহকতায় উত্তর ধূরুং ইউনিয়নের বিভিন্ন মহল্ল্যায় ১৪০টি হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। রবিবার (২১ জুন) দুপুরে কুতুবদিয়া বাংলাদেশ নৌবাহিনীর নৌকন্টিনজেন কমান্ডার লে: মোঃ ইরফান আহমেদ এবং সাব লেফটেন্যান্ট কাজী আকিব আরাফাত নৌবাহিনীর অন্যান্য সদস্যসহ সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে আঠা, চাল, ডাল, সুজি ও বিস্কুটসহ ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গরা।
কুতুবদিয়া নৌকন্টিনজেন কমান্ডার লে: মোঃ ইরফান আহমেদ জানান, এটা তাদের নিজস্ব তহবিল থেকে করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের চলমান কার্যক্রম। আগামীদিনেও দ্বীপের হতদরিদ্র জনসাধারণের মাঝে তাদের ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচী রয়েছে। রবিবার ১৪০ টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া জনসাধারণকে সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান ও প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি।