কুতুবদিয়ায় ২০ করোনা রোগি শনাক্ত! জরুরী সভা-TCN 24
প্রকাশিতঃ 8:05 pm | June 22, 2020

কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার দ্বীপ-উপজেলা কুতুবদিয়ায় বিগত এক সপ্তাহের ব্যবধানে ২০ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। হঠাৎ করোনা ভাইরাসের প্রকোপবৃদ্ধির ঘটনায় সর্বত্র আতংক ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় করোনা নিয়ন্ত্রনে এক জরুরী সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক মীর’র সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (২২জুন) অনুষ্টিত হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে সম্মিলিত উপায়ে স্বাস্থ্যবিধির যথাযথ প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগিদের সুস্থতায় চিকিৎসা-সেবা জোরদার করণসহ দ্বীপের ৫টি জেটিঘাট হয়ে আগমন-বহির্গমনে প্রশাসনের আরো বেশী কড়াকড়ি আরোপ করার তাগিদ উঠে আসে সভায়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধূরী, এসিল্যান্ড হেলাল চৌধূরী, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা, নৌবাহিনী-কোস্টগার্ড’র ইনচার্জ, থানার ওসি তদন্ত আনোয়ার হোছাইন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সাংবাদিক নজরুল ইসলাম ও ঘাটের ইজারাদার প্রতিনিধিরা এতে বক্তব্য রাখেন।
(২২-মার্চ-২০২০)