কুতুবদিয়া আবার লকডাউন,সাপ্তাহিক ৩ দিন হাটবাজার-TCN 24
প্রকাশিতঃ 6:33 pm | June 25, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা সংক্রান্ত জরুরি সভার সিদ্ধান্ত সমূহ:
আগামীকাল (২৬ জুন ২০২০) থেকে ১০ জুলাই ২০২০ পর্যন্ত-
১) কুতুবদিয়া উপজেলায় ঔষধ, জ্বালানী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য (মুদি দোকান, মাছ বাজার, কাঁচা বাজার) ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ থাকবে।
২) জ্বালানী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানের ক্ষেত্রে –
বড়ঘোপ বাজার – সোম, বুধ ও শুক্রবার
ধুরং বাজার – শনি, মঙ্গল, বৃহঃ বার
চৌমুহনী বাজার- সোম, বুধ ও শুক্রবার
সকাল ৮ঃ০০ টা থেকে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
৩) ঔষধের দোকান সবসময় খোলা রাখা যাবে।
৪) যেসব ক্রেতা মাস্ক পরিধান করবেননা তাদের কাছে বিক্রেতাগণ কোন পণ্য বিক্রি করবেননা।
৫) গণপরিবহন চলাচল সম্পূর্নরূপে বন্ধ থাকবে (রোগী এবং নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সংশ্লিষ্ট গাড়ি ব্যতীত)।
৬) মসজিদ সমুহে ৫ ওয়াক্ত নামাজের জামাতে ৫ জনের বেশি লোক অংশগ্রহণ করা যাবে না।
৭) উত্তর ধুরুং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকাটি লকডাউন থাকবে।
৮) উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে কেবলমাত্র চিকিৎসা বা জরুরি প্রয়োজনে কুতুবদিয়ায় প্রবেশ করা বা কুতুবদিয়ার বাইরে যাওয়া যাবে। যারা কুতুবদিয়ায় প্রবেশের অনুমতি পাবেন তারা কুতুবদিয়ায় অবস্থান করলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ধরনের জরুরি ঘাট পারাপারের ক্ষেত্রে ঘাট পরিচালনাকারী সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনেই ঘাট পরিচালনা করবেন।
কুতুবদিয়ার স্বার্থে উপরোক্ত সিদ্ধান্ত সমূহ মেনে চলুন।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।