লকডাউন আর রেড জোনেও কমতেছেনা কক্সবাজার বাসা ভাড়া-TCN 24
প্রকাশিতঃ 9:59 pm | June 26, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারির রূপ নিয়েছে। বাংলাদেশেও রীতিমত এ ভাইরাসের প্রভাব পড়েছে। এ রোগটি বাংলাদেশে শনাক্ত হওয়ার পরপরই সরকার সব সরকারি-বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণাসহ দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এই দিকে কক্সবাজার আবার রেড জোন ঘোষণা করেছেন স্থানীয় সরকার।
এ কারণে নানা পেশার শ্রমজীবীসহ দিন এনে দিন খাওয়া মানুষগুলো পড়েছেন বিপাকে। কোনো কাজ নেই উপার্জনও নেই বলে শ্রমজীবী মানুষগুলো আতঙ্কে রয়েছেন। টাকা থাকুক আর না থাকুক মাস শেষে বাসা ভাড়া দিতেই হবে।
এই দিকে আবার কক্সবাজার বাসা ভাড়া বেশি হওয়ায় অনেকে টাকা দিতে না পারায় বাসা ছেড়ে চলে যাচ্ছে গ্রামে গঞ্জে।
এই বিষয় নিয়ে
কক্সবাজারের জেলা প্রশাসকের সু দৃষ্টি আকর্ষণ করেছেন ভাড়াটিয়ারা।