কুতুবদিয়ায় শিশুসহ ৭ জন করোনা শনাক্ত- TCN 24
প্রকাশিতঃ 11:56 pm | June 28, 2020

টিসিএন২৪ ডেস্কঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় করোনার স্যাম্পল রিপোর্টের মধ্যে শিশুসহ ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার (২৮ জুন) রাত ৯ টার দিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ তথ্য জানানো হয়। শনাক্ত হওয়া রোগীরা হলেন: উত্তর ধূরুং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকার কাইসারুল ইসলাম পীং জয়নাল আবেদীন, প্রাণি সম্পদ অফিসের মোঃ আব্দুর রশিদ (৩৫), এবং উত্তর ধূরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ড মনু সিকদার পাড়ার একই পরিবারের ফারুক (২৭) পীং কবির আহমদ, তাকরিয়া (২৬) স্বামী: ফারুক, তাজমিন (১৭) পীং কবির আহমদ, তানবিরুল হাসান (০৪) পীং ফারুক, হুমায়রা বেগম (১২) পীং ছরোয়ার।
এব্যাপারে, কুতুবদিয়া করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডাঃ জায়নুল আবেদীন
ওই ৭ জন করোনা রোগীও হোম কোয়ারান্টাইনে আছে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, এ পর্যন্ত কুতুবদিয়ায় করোনা রোগী শনাক্ত ৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৭ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন ১ জন।