মাননীয় DC, ADC শিক্ষা UNO মহোদয় গণের দৃষ্টি আকর্ষণ,জাফর আলম-TCN 24
প্রকাশিতঃ 2:10 pm | June 30, 2020

জাফর আলম
সমগ্র দেশের ন্যায় কক্সবাজার জেলায়ও বেসরকারী ননএমপিও ভুক্ত হাই স্কুল,প্রাইমারী স্কুলের সম্মালিত শিক্ষক শিক্ষিকাগন গত ৪ মাস ধরে অত্যান্ত মানবেতর জীবন যাপন করে আসিতেছে।মানুষ গড়ার কারীগর খ্যাত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগন স্কুলের ছাত্র ছাত্রীদের বেতন ও প্রাইভেট পড়ানো, টিউশনি করা,সহ সৎভাবে আয়, উপার্জনে তাদের সংসার চলে।
করোনা মহামারীর কারনে সরকার স্বাস্হ্যবিধি মেনে চলার বাধ্যকতার কারনে গত ৪ মাস সহ সব কিছু বন্ধ ছিল,এখনো চলমান।
এ ৪ মাসের এ চরম দুর্দিনে তাদের পাশে কেউ দাড়ায়নি।
তারা সরকারী বেসরকারী কোন ধরনের সহায়তার আওতায়ও আসেনি। সব কিছুই থেকে বঞ্চিত ছিল।
একমাত্র মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীই তাদের পাশে দাড়িয়েছেন।তাদের জন্য ৪৬ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিয়েছেন।
এটা সত্যি অসাধারন প্রশংসনীয় এবং মানবতার কাজ করেছেন।
এর জন্য মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধারেখে ধন্যবাদও অভিনন্দন জানাচ্ছি।
তাই এ সুযোগ সুবিধা থেকে যেন কেউ বাদ না যায়।স্ব স্ব উপজেলায় কোন শিক্ষা প্রতিষ্টান হাইস্কুল,প্রাইমারী স্কুল বাদ না পড়েন সে দিকটা যেন গুরুত্ব সহকারে দেখা হয়। এটাই সচেতন মহল সহ সকলের দাবী।