কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনের নেতৃত্বে অধ্যক্ষের বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা ও বৃক্ষরোপন।
প্রকাশিতঃ 12:47 pm | July 01, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সরকারি কলেজকে অন্যন্য কলেজের রুপান্তরের অগ্রনায়ক প্রিয় অভিভাবক অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী স্যারের সাথে শেষ বিদায়ে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের শুভেচ্ছা বিনিময় ও ছোট্ট পরিসরে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।আয়োজনেঃকক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ “মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।
গতকাল (৩০শে জুন) কক্সবাজার সরকারি কলেজ এলাকা ও ক্যাম্পাসে গাছের চারা লাগিয়ে এই কার্যক্রম চালু হয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশকে প্রাকৃতিক দূর্যোগ থেকে পরিত্রাণের জন্য মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ বিকালে কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের স্বাধীনতা ভবনের সামনে থেকে শুরু করে কলা ভবনের আশেপাশে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ধোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একে এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সৌম।
এই সময় কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন বলেন, জাতির ক্রান্তিলগ্নে সবসময় মানুষের পাশে থাকা পরিবেশ ও প্রকৃতি রক্ষার দৃপ্ত শপথ হওক মুজিব বর্ষের অঙ্গীকার। তারই প্রেক্ষিতে
মুজিব বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও নির্দেশনা মোতাবেক কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি।
কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুজ সাকিব সোহাগ জানান, ‘মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। এছাড়া জীবনধারণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই
এতে উপস্থিত ছিলেনঃ কক্সবাজার শহর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সোহেল রানা,কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুজ সাকিব সোহাগ,রনি,সাংগঠনিক সম্পাদক মুফিজ, আনাস আফিফ,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, মুবিন, দপ্তর সম্পাদক সাহেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক, জাফর ইকবাল,কলেজ ছাত্রলীগ নেতা সুরভ আরো অসংখ্য নেতৃবৃন্দ।