কুতুবদিয়া হাসপাতালে তিন স্বপ্নবাজ তরুণের উদ্যোগ ফ্রি অক্সিজেন সেবা-TCN 24
প্রকাশিতঃ 2:59 pm | July 02, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়া।আধুনিক সুযোগ-সুবিধা এবং মূল জনপদ থেকে বিচ্ছিন্ন কুতুবদিয়া উপজেলা করোনা মহামারির শুরুতে ভালো অবস্থানে থাকলেও দিন দিন শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে। বর্তমানে কুতুবদিয়া উপজেলায় অর্ধ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে।
অক্সিজেনের অভাবে করোনা রোগীদের যথাযথভাবে চিকিৎসা দেয়া দু:সাধ্য ব্যাপার।এতোদিন পর্যন্ত শ্বাসকষ্টের রোগীদের শুধুমাত্র পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে নিকটবর্তী উপজেলা চকরিয়া এবং চট্টগ্রাম-কক্সবাজার শহরে রেফার করা লাগতো। এই প্রয়োজনীয়তা অনুধাবন করে কুতুবদিয়ার তিন স্বপ্নবাজ তরুণ চট্টগ্রাম মেডিকেল কলেজ চতুর্থ বর্ষের ছাত্র কাইয়ুমুল হক, সিলেট মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র সাইফুর রহমান রাহিদ এবং চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম কুতুবদিয়া বাসীকে বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার উদ্দেশ্যে কুতুবদিয়া অক্সিজেন ব্যাংক নামক প্রজেক্টের উদ্যোগ নেয়।তাদের এই কাজের তত্ত্বাবধায়ক হিসেবে আছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.রেজাউল হাসান।
কুতুবদিয়ার বিভিন্ন বিত্তশালী মানুষ তাঁদের এই প্রজেক্টে অক্সিজেন সিলিন্ডার দান এবং আর্থিক সহযোগিতা করছেন বলে জানা গেছে।”প্রজেক্ট মুখের হাসি” নামক সেবামূলক সংগঠনের ব্যানারে তারা “কুতুবদিয়া অক্সিজেন ব্যাংক” প্রজেক্টটি পরিচালনা করছে।