কৃষকের ধান চারা রোপন করে দেওয়ায় ভিডিও ভাইরাল ছাত্রলীগের পরিবেশ বিষয় সম্পাদক মেহেদীর-TCN 24
প্রকাশিতঃ 11:08 pm | July 03, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
মহামারি করোনা ভাইরাসের কারণে কুতুবদিয়া কৃষক সংকটের অভাবে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ জন নেতাকর্মী কুতুবদিয়া উত্তর বড়ঘোপের এলাকায় কৃষক আনচার আলীর ধান চারা রোপন করেদেন।
স্থানীয়রা জানান, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান চারা রোপন করার মতো লোক পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। তবে তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।
কৃষক মোহাম্মদ আনচার আলী বলেন, ‘সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাব।’
এ সময় কৃষক আনচার আলী প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, “”
“”
প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজ আমরা অব্যাহত রাখব””
যদি কারও সাহায্যের প্রয়োজন হয়, আমাদের জানালে আমরা ওই কৃষকের পাশে দাঁড়াব।’
এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াদ আল মাহামুদ,, কুতুবদিয়া কলেজ ছাত্রলীগ নেতা, রাকিব, মিজান, তাসরিফুল ইসলাম হ্রদয়,বক্কর, নুরুল বশর,মিশু,মোরশেদ সহ, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোনতাছিরুল আদন ইয়ামিন,,ইমন,মনির,রাশেদ, ফারুক সহ ৩০ জন নেতা কর্মী।