একদিনে ১২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে রেকর্ড করলেন মেয়র মুজিব-TCN 24
প্রকাশিতঃ 5:09 pm | July 04, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১২০০ কর্মহীন মানুষের মাঝে উপহার প্রদান: মেয়র মুজিবুর রহমান।
করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারনে কক্সবাজার পৌরসভায় মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে। ঠিক এমন অবস্থায় ১০ ও ১১ নং ওয়ার্ডে কর্মহীন দরিদ্র ১২০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার তুলে দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির ও স্থানীয় কাউন্সিলর সালাউদ্দিন সেতু,মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার বকুল।
উল্লেখ্য কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন যার ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার দরিদ্র ও অসহায় কোন পরিবার না খেয়ে থাকবে না। আমরা দুর্যোগ ওই সংকটে প্রথম থেকে সাধারণ মানুষের পাশে ছিলাম এবং থাকবো।
তিনি কক্সবাজার পৌরবাসীর সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকার আহ্বান জানান।