নববধূকে বিবাহ করে ১মাস পর ফেলে চলে গেছে স্বামী রাসেল উদ্দিন- TCN 24
প্রকাশিতঃ 9:45 pm | July 05, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
নতুন বধুকে বিবাহ করে ১মাস পর ফেলে চলে গেছে স্বামী রাসেল উদ্দিন।
কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানাক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামের ইসমত আরা বেগম নামের এক যুবতীকে বিবাহ করে ১ মাস পর সংসার করে চলে গেছে স্বামী রাসেল উদ্দিন।
ইসমত আরা জানান আমাকে রাসেল উদ্দিন বিবাহ করে সমিতি পাড়া ১ নং ওয়ার্ড় একটি বাসা ভাড়া নিয়ে রাখে, আমার সাথে ১ মাস সংসার করে আমার জীবন যৌবনের সব কিছু শেষ করে ভাত পানি না দিয়ে আমাকে ফেলে চলে গেছে।
আমি এখন অসহায় হয়ে পড়েছি, যার কারণে আমি বাসা ভাড়া সহ সংসারে খরচ যোগাতে পারছি না, আমি আমার স্বামীর সাথে বহু কষ্টের পর কোন মতে যোগাযোগ করলে তিনি আমাকে বলেন আমাকে ২ লক্ষ টাকা যৌতক সহ ফার্নিচার ইত্যাদি দিতে হবে, যদি না দি তাহলে সে আমার সাথে সংসার করতে পারবে না বলে জানান। আমি তাহার উত্তরে বলি আমি তুমাকে বিবাহ করার সময় অনেক কষ্টের পর ২ লক্ষ টাকা দিয়ে আমি এখন আবার ২ লক্ষ টাকা কোথায় পাব? তুমি যদি আবার ২ লক্ষ টাকা দাবী কর তাহলে আমার আত্ম হত্যা করা ছাড়া আর কিছুই নাই।
তিনি আর বলেন, আমি যদি এই বিষয়ে কাউকে বা কোন থানা কোর্টে জানায় তাহলে সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। যা এই রকম আমার মতো কার হতে না হয়।
ইসমত আরা আরও জানান, আমার স্বামীর নাম রাসেল উদ্দিন, পিতাঃ- আব্দুল হক মাতাঃ- মছদা খাতুন সাং শাবলাপুর পুরান পাড়া শীল৷ খালী বাহার ছড়া টেকনাফ কক্সবাজার।