কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তান কতৃক বৃদ্ধা পিতা হামলার শিকার-TCN 24
প্রকাশিতঃ 1:55 am | July 07, 2020

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া ( কক্সবাজার) কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তান কতৃক বৃদ্ধ পিতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৬ জুলাই ( সোমবার) সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজীর পাড়া এলাকায়। প্রত্যাক্ষদর্শী সুত্রে প্রকাশ, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মনছুর আলী হাজীর পাড়া এলাকার মৃত হাজী রহিম দাদের পুত্র নুর মোহাম্মদ (৬৫) নিজের চিকিৎসার জন্য তার মালিকানাধীন ১২ শতক জমি বিক্রি করেন। জমি বিক্রির এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে পুত্র সাইফুল ইসলাম (৩৫) এর নেতৃত্বে ৩/৪ জন লোক গতকাল ৬ জুলাই মাগরিবের নামাজ পড়ে পিতা নূর মোহাম্মদ বাড়িতে যাওয়ার পথে মুছা সিরাজ সড়কে পৌঁছলে দা, লোহার রট নিয়ে মারধর করে গুরুতর আহত করেন। আহত বৃদ্ধ পিতা নুর মোহাম্মদের চিৎকার শুনে তার ভাই মৌলনা গিয়াস উদ্দিন এগিয়ে আসলে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এলাকাবাসী ও আত্নীয় স্বজন আহতদের উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত মৌলনা গিয়াস উদ্দিন অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আহত বৃদ্ধা পিতা নুর মোহাম্মদ জানায়,আমার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হলে নিজ মালিকানাধীন ১২ শতক জায়গা বিক্রি করি। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আমার পুত্র সাইফুল ইসলাম (৩৫) গতকাল ৬ জুলাই (সোমবার) মাগরিবের নামাজ পড়ে আমি বাড়িতে আসার পথে মুছা সিরাজ সড়কে পৌঁছলে ৩/৪ জন লোক নিয়ে আমাকে মারধর করতে থাকেন। এ দৃশ্য দেখে আমার ভাই মৌলনা গিয়াস উদ্দিন এগিয়ে আসলে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় ভিকটিম পিতা নুর মোহাম্মদ।