বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এমপি আশেকের শোক-TCN 24
প্রকাশিতঃ 12:52 am | July 09, 2020

শোকবার্তা..
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বুধবার (৮ জুলাই) বিকালে কক্সবাজার জেলা শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য তিনি, কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন। কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ছিলেন বেশ কিছুদিন, অতঃপর করোনা জয়ের পর সুস্থ হয়ে বাড়ী ফিরে আসেন। হঠাৎ শরীরের অবস্থার অবনতি হলে জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য এবং মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি তাঁর মৃত্যুতে শোক এবং শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক শোক বার্তায় বলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
আওয়ামীলীগের এই বর্ষীয়ান রাজনীতিবীদের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান