কুতুবদিয়ায় ৩০০ জেলে পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ-TCN 24
প্রকাশিতঃ 11:29 pm | July 11, 2020

আবু আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া)
করোনা প্রতিরোধে কুতুবদিয়া উপজেলায় মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী ঝড়ো আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ নৌবাহিনী কতৃর্ক কমান্ডার বিএন ফ্লিট’র সুরমা জাহাজের তত্ত্বাবধানে কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমাঃ এম তানভীর আহাম্মেদ ও সুরমা জাহাজের এক্সিকিউটিভ অফিসার লেঃ সিয়াম উদ্দিনের নেতৃত্বে উপজেলার আলী আকবর ডেইল জেটিঘাটে দ্বীপের ৩০০টি অসহায় ও দরিদ্র জেলে পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন নৌবাহিনীর অন্যান্য সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গরা।
এব্যাপারে, কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমাঃ এম তানভীর আহাম্মেদ জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে বাংলাদেশ নৌ বাহিনী মার্চ থেকে সিভিল প্রশাসনকে সহায়তা করে আসছে। কুতুবদিয়ায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় জেলেদের ৩০০টি পরিবারের মাঝে বাংলাদেশ নৌ বাহিনীর নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ করেছেন। পাশাপাশি লোকজনকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নিরলসভাবে কুতুবদিয়ায় কাজ করছে নৌ বাহিনীর সদস্যরা। আগামীতেও এ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে, এই কার্যক্রম দেখে অবাক হয়েছে উপজেলার সাধারণ মানুষ।