বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের শোক প্রকাশ-TCN 24
প্রকাশিতঃ 11:38 pm | July 11, 2020

নিজস্ব প্রতিবেদক
বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ১৮ আসনের সাংসদ এ্যাডভোকেট সাহারা খাতুন এম.পি গতকাল ৯ জুলাই দিবাগত রাত ১২ টা ২৬ মিনিটের সময় (বাংলাদেশ সময়) ব্যাংকক বামুনগ্রাড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে যান। এ প্রবীণ রাজনীতিবিদের আত্নার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ ছাফা বি,কম।